ম্যাজিক অ্যাপস দিয়ে তাৎক্ষনিকভাবে জানা যাবে পৃথিবীর কোথায়, কোন প্রান্তে কতজন নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অ্যাপসটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে মরণঘাতী করোনা ভাইরাসের আক্রান্তে সঠিক পরিসংখ্যান দ্রুততম সময়ে নির্ভুলভাবে আপনাকে জানিয়ে দিতে সক্ষম। ইতোপূর্বে এই অ্যাপসটি নির্ভুলভাবে এবং দ্রুততম সময়ে ত্বকের ক্যান্সার নির্ণয়ে সারা বিশ্বে সারা ফেলেছিল। এবার এই অ্যাপসটিতে নতুন সংযোজন করা হয়েছে করোনা ভাইরাস ম্যাপ ট্র্যাকার। অ্যাপসটির উদ্ভাবক, মানব-হৈতষী, সিঙ্গাপুর সরকারি হাসপাতালের ডাক্তার রেইড জানান, আমার উদ্ভাবিত অ্যাপসিটতে নতুনভাবে সংযোজন করা হয়েছে নোবেল করোনা ভাইরাস ম্যাপ ট্রেকার। এর মাধ্যমে জানা যাবে পৃথিবীর কোথায়, কোন স্থানে করোনা ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছে। ফলে অ্যাপসটির ব্যাবহারকারীরা আক্রান্তের স্থান থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবে।