এবার থেকে মেইল পড়ার সময় অন্য কাজের নোটিফিকেশন এলে তা আর ফেলে রাখতে হবে না। সরাসরি জিমেইল থেকেই অন্যান্য ওয়েবসাইটের কাজ করার সুবিধা দিতে আসছে ডাইনামিক মেইল নামের একটি ফিচার। যেমন মেইল পড়ার সময় ব্রাউজারের অন্য একটি ট্যাবে কোনো কাজের নোটিফিকেশন আসলে তা দেখার জন্য জিমেইল থেকে বের হতে হবে না। ফিচারটির মাধ্যমে জিমেইল থেকেই অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নেওয়া যাবে। আলাদা করে অন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে না। বাড়তি কাজের জন্য জিমেইলেই নতুন একটি পেইজ আসবে। পেইজটির নাম দেওয়া হয়েছে ‘এক্সেলারেটেড মোবাইল পেইজ বা এমএমপি'।এর আওতায় গুগলের নানা সার্ভিস যেমন গুগল শিট, প্রেজেন্টেশন, ডক, কিপ নোট ছাড়াও বুকিং ডটকম, পিনটারেস্টের মতো থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীর অনেক কাজ করা যাবে। এই মুহূতে পরীক্ষামূলক পর্যায়ে থাকার পর ফিচারটি সম্প্রতি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে জিসুইটস আপডেটের ব্লগের মাধ্যমে। আপাতত জিমেইলের ওয়েব প্লাটফর্ম থেকে সুবিধাটি পাওয়া যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct