কলকাতার নজরুল মঞ্চে মঙ্গলবার ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই সমাবর্তন অনুষ্ঠানে বিক্ষোভের ফলে ফিরে যেতে হয় রাজ্যপাল জগদীশ ধনকরকে। যদিও সমাবর্তন অনুষ্ঠান যথাযথভাবে হয়েছে। এই সমাবর্তন অনুষ্ঠানে নোবেল জয়ী বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কে সাম্মানিক ডিলিট দেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া অন্যান্য স্মারক পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে অন্যতামহল লীলা প্রাইজ। কলকাতা বিশ্ববিদ্যালয় এবছর। সাহিত্যে বিশেষ অবদানের জন্য লীলা প্রাইজ দিল একদা এই বিশ্ববিদ্যালয় থেকে নারী বিষয়ে পিএইচডি করা সালেহা বেগমকে। সালেহা বেগম পেশায় এখন অধ্যাপিকা।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা এলাকার পঞ্চগ্রাম থেকে বেড়ে ওঠা সালেহা এই সম্মান প্রাপ্তিতে আপ্লুত। এই গ্রামেই নিজস্ব জমিতেই শিক্ষার আলো জ্বালাতে গড়ে তুলেছেন সালেহা মিশন। শুধু প্রথাগত শিক্ষা নয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে গ্রামকে শিক্ষা নগরী গড়ার দিকে এগিয়ে নিয়ে চলেছেন। মেয়েদের জন্য নার্সিং, প্যারামেডিক্যাল প্রভৃতি কোর্স চালু করে পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়েদের শিক্ষার পথ দেখিয়ে চলেছেন। মেয়েদের রোজগেরে করতে স্বনির্ভর গোষ্ঠী গড়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct