দেশের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা ‘এয়ার ইন্ডিয়া'কে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত কয়েকবছর ধরে লোকসানের মুখে রয়েছে সংস্থাটি। সেটা মাথায় রেখে এদিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ার ইন্ডিয়া বিক্রির কথা জানিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ২০১৮ সালে সংস্থাটির দেনা ছিল ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। ফলে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। তবে তখন কেউই কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। আগেই কেন্দ্র সরকার জানিয়েছিল, বেসরকারিকরণ ছাড়া এয়ার ইন্ডিয়াকে বাঁচানো সম্ভব নয়। এদিন আনুষ্ঠানিকভাবে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, দেশের মধ্যে এবং বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়া কেনার জন্যে প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য হয়েছে ১৭ মার্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct