দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর জেলায় সিএএ-র সমর্থনে এক রালিতে অংশগ্রহণ করে রাহুল সিনহা নয়া দিল্লির শাহিনবাগের পাশাপাশি পার্ক সার্কাসে নাগরিকত্ব সংশোধন বিল (সিএএ) বিরোধী বিক্ষোভকারীদের ‘বাংলাদেশি মুসলিম' বলে আখ্যায়িত করলেন। বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহা বলেন, 'পার্ক সার্কাস ও শাহিনবাগে যারা বিক্ষোভে অবস্থান নিচ্ছেন তারা বাংলাদেশী মুসলিম। এ সব মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং উন্নত জীবনযাপন করছে।' তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য প্রমুখ। তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলিপ ঘোষ। রাহুল সিনহা আরও অভিযোগ করেন, যারা দেশকে ভাঙতে চায় তারা শাহিনবাগে গিয়ে বক্তব্য দিচ্ছেন। তার এমন মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে জানিয়েছেন বিমান বসু।রাহুল সিনহার মন্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'যারাই বিজেপির বিরুদ্ধে যাবে তাদেরকেই তারা দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করে।'