উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা যুক্ত মোবাইল বাজারে নিয়ে আসছে প্রখ্যাত মোবাইল সংস্থা স্যামসুং। ১১ ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রান্সিসকোতে ফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়বে।নতুন মোবাইল স্যামসুং গ্যালাক্সি এস২০ থাকছে ১০০এক্স জুমসহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২০ মেগাহার্টজ ডিসপ্লে, ফাইভ জি কানেক্টিভিটি, এক্সিনোজ চিপসেট এবং আগের চেয়েও দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর যুক্ত হতে পারে নতুন গ্যালাক্সি এস২০ ফোনে। গ্যালাক্সি এস২০- এর পেছনে থাকতে পারে পাঁচটি ক্যামেরা নিয়ে বিশেষ ক্যামেরা এলাকা। ফোনটিতে থাকতে পারে ৮কে ভিডিও ফিচারসহ নতুন ফিচার মোড ডিরেক্টরস ভিউ, সিঙ্গেল টেক ফটো এবং নাইট হাইপারল্যাপস। আইস ইউনিভার্সের তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২০- তে ব্যবহার করা হবে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স এবং এর সাহায্যে ক্যামেরা ১২০৩২ x ৯০২৪ পিক্সেল ও ৪২ মেগাবাইটের ছবি তোলা যাবে।ভিডিও সেন্সর সুপার ফেস ডিটেকশন সাপোর্ট করবে ফলে অটো ফোকাসিং- এর ক্ষেত্রে স্বল্প আলোতেও অনেক দ্রুত ফোকাস করা যাবে এ ফোন দিয়ে। গ্রাফিকস রেন্ডারিং– এর ক্ষেত্রে স্ন্যাপড্রাগন ৮৬৫ হবে আগের স্ন্যাপড্রাগনের চেয়ে ২০% দ্রুত এবং এর পাওয়ার এফিশিয়েন্সি হবে ৩৫% বেশি। গাল্যাক্সি এস২০- তে থাকবে এলপিডিডি৫ স্মার্টফোন মেমোরির অত্যাধুনিক সংস্করণ যা হবে আগের চেয়ে ৩০% দ্রুতগতির এবং ৩০% বেশি এফিশিয়েন্ট। স্যামসাং- এর গ্যালাক্সি এস২০-তে যুক্ত করতে পারে স্পেক্ট্রোমিটার নামে পরিচিত অতিরিক্ত একটি সেন্সর। গ্যালাক্সি এস২০ই- তে থাকতে পারে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং এস২০ প্লাস কিংবা আল্ট্রাতে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct