ফোনে লোকেশন সার্ভিসের সুবিধা দিতে হুয়াওয়ে নেদারল্যাল্ডের ম্যাপিং কোম্পানি টমটমের সঙ্গে চুক্তি করেছে। নেভিগেশনে সেবা প্রদানে গত দুই দশকের অভিজ্ঞতা রয়েছে টমটমের। এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ব্যবসায়িক নিষেধাজ্ঞার জন্য হুয়াওয়ের কাছে গুগল অ্যান্ড্রয়েড লাইন্সেন্স বিক্রি করছে না। এর ফলে হুয়াওয়ের নতুন ফোনগুলোতে গুগল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ ও গুগল পিকচার ব্যবহার করা যাচ্ছে না। এর ফলে টমটম কোম্পানি হুয়াওয়ের ফোনে ম্যাপ, ট্রাফিক ইনফরমেশন ও সফটওয়্যার পরিষেবা দেবে। জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞার কারণেই হুয়াওয়ে নিজস্ব প্রসেসর বেশি ব্যবহার করছে এবং স্যামসাং এর কাছ থেকে ডিসপ্লে বানাচ্ছে। এমনকি অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনি' তৈরি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct