টেলিভিশনে একটি চুলের বিজ্ঞাপনে নিজে ‘জনপ্রতিনিধি' পরিচয় ব্যবহার করে বিতর্কে জড়ালেন যাদবপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মিমি চক্রবর্তী। টলিউডের অভিনেত্রী হিসেবে আগে ওই ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপণ করেছেন মিমি।কিন্তু এবারে নতুন বিজ্ঞাপনে মিমি নিজের ‘জনপ্রতিনিধি' পরিচয় তুলে ধরেন। এতেই বির্তক সূষ্টি হয়। বিজ্ঞাপনে সাংসদ পরিচয়কে ব্যবহারের ঘটনা আগে কখনও ঘটেনি বলে দাবি করছেন অন্যান্য দলের সংসদ সদস্যরা। কলকাতা হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষ জানান, কোনও সাংসদ এটা করতে পারেন না। ‘জনপ্রতিনিধি' পরিচয়কে কাজে লাগিয়ে কেউ এইভাবে পয়সা রোজগার করতে পারেন না। আর এক আইনজীবি বলেন, 'জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-র ৮(এ) ধারা অনুযায়ী দুর্নীতিগ্রস্ত কার্যকলাপের জন্য সংসদ সদস্য বা বিধায়কের পদ খারিজ করা যায়। একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যমে একটি বেসরকারি ব্র্যান্ডের হয়ে প্রচার করার জন্য নিজের ‘জনপ্রতিনিধি' পরিচয়কে ব্যবহার করে ওই সংসদ সদস্য অনৈতিক কাজ করেছেন।' যদিও খোদ মিমি জানিয়েছেন, তিনি এই নিয়ম জানতেন না। জানলে তিনি তা কখনই করতেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct