এর আগে ২০১৭ সালে বিশ্বের মুসলিমপ্রধান সাতটি দেশের(সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান) মানুষদের বিমানবন্দরে আটকে রেখে প্রবেশ করতে না দেওয়া ও তাদের আমেরিকায় ঢুকতে ৯০ দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে তখন সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করেছিল আদালত। এদিকে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা জোরালো করতে এর পরিধি ও মেয়াদ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ট্রাম্প জানান, নতুন আরও কিছু দেশের নাম তালিকায় যুক্ত হবে। সুইজারল্যন্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, 'আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে কি চলছে। আমাদের দেশকে আমাদের নিরাপদ রাখতে হবে।’ তবে কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। জানা গিয়েছে, বেলারুস, মিয়ানমার, এরিত্রিয়া, কিরগিস্তান, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়াকে এই তালিকাভুক্ত করা হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct