এবার সৌদির সাধারণ মানুষরা আরব বিশ্বে ধর্মীয় রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছেন।যে ধর্মীয় নেতা কিংবা রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চাইছে, তাদের বিরুদ্ধেও সাধারণ মানুষ অবস্থান নেওয়া শুরু করছে। ক'দিন আগে ইরাকে বিক্ষোভকারীদের মুখে স্লোগান ছিল ‘ধর্ম অথবা সম্প্রদায়ে না।' একই সুর লেবাননের বিক্ষোভকারীদের মুখেও। তারা বলছেন, ‘ইসলামে না, খ্রিস্টান ধর্মেও না। দেশের জন্য আন্দোলন করুন।' আরব দেশগুলিতে সাধারণ মানুষের ওপর সমীক্ষা চালানো সংস্থা আরব ব্যারোমিটারের চালানো এক সমীক্ষায় নতুন তথ্যে উঠে এসেছে। ধর্মীয় সংশ্লিষ্টতা রয়েছে এমন রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিশ্বাস ব্যাপক মাত্রায় কমে এসেছে। সমীক্ষায় দেখা যাচ্ছে, ধর্মীয় রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা কমেছে প্রায় ১৫ শতাংশ। ২০১৩ সালে ইরাকে চালানো সমীক্ষয় ৫১ শতাংশ মানুষ বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আস্থা নেই। এই সংখ্যা বর্তমানে বেড়ে ৭৮ শতাংশে পৌঁছেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct