জন্ম সূত্রে দেশের বিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার আকাশ সীমায় কোনো বিমানে যদিও কেউ সন্তান প্রসব করেন তা মার্কিন আইনে আমেরিকার নাগরিক হয়ে যান। কিংবা সেখানে বেড়াতে গিয়েও কেউ সন্তানের জন্ম দিল সে হয়ে যায় মার্কিন নাগরিক। এবার সেই অধিকার থেকে বঞ্চিত করতে নতুন নিয়ম করেছে আমেরিকা। বিদেশ থেকে কোনো গর্ভবতী মহিলা আর আমেরিকায় ভ্রমণে যেতে পারবেন না। ফলে আমেরিকায় গিয়ে আর সন্তান প্রসবের সম্ভাবনা থাকবে না।
শুক্রবার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে আমেরিকায় জন্ম নিলেই সহজেই নবজাতকরা পেয়ে যেত মার্কিন নাগরিকত্ব। আর এই সুযোগে অনেক দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে তাদের সন্তান জন্ম দিত। যা আমেরিকায় বার্থ টুরিজম নামে পরিচিত।
এই বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান নাগরিকত্বের অখণ্ডতা রক্ষা করতে হবে। বার্থ টুরিজমের কারণে মূল্যবান হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়ে যায় যা হাসপাতালগুলোর জন্য হুমকি । তবে হোয়াইট হাউস জানিয়েছে যেসব দেশ মার্কিন ভিসা ছাড়া সেদেশে যায় তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বিশ্বে ৩৯টি দেশ রয়েছে যারা মার্কিন ভিসায় ছাড় পায়। এর মধ্যে বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের দেশ।
উল্লেখ্য, ট্রাম্প প্রথমে বেশ কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে যাদের বেশিরভাগ মুসলিম দেশ। এবার বিদেশের গর্ভবতী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করল আমেরিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct