মায়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদনের ভিত্তিতে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারের বিরুদ্ধে ৪টি অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। একই সঙ্গে রোহিঙ্গা হত্যা বন্ধে র ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে আইসিজের প্রধান বিচারপতি আবদুল কাভি আহমেদ ইউসুফ জানান, ' রোহিঙ্গা গণহত্যার দায় কোনোভাবেই মায়ানমার এড়াতে পারে না। তাছাড়া গাম্বিয়ার করা মামলার শুনানিতে অসহযোগিতা করেছে তারা। মায়ানমার গণহত্যার বিষয়টি সম্পর্কেও সঠিক তথ্য দেয়নি। ' রোহিঙ্গা গণহত্যার রায়ে যে ৪টি অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেগুলি হল, ১. গণহত্যার অভিযোগ প্রমাণিত। ২. রোহিঙ্গাদের ওপে কোনও ধরনের নির্যাতন নয়। ৩. রোহিঙ্গা নির্যাতনের সব তথ্য সংরক্ষণ করতে হবে। ৪. চারমাসের মধ্যে নিধনযজ্ঞ বন্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যায় জড়িত সেনাদের বিচারের আওতায় আনতে হবে। মায়ানমারকে গাম্বিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। তাদের সহযোগিতা করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct