নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে গোটা দেশজুড়ে। ঠাণ্ডার প্রকোপ বাড়ার পাশাপাশি সর্বত্রে আন্দোলন ততই জোরদার হচ্ছে। এই আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়েছেন মহিলা, শিশু এবং ছাত্ররা। সেটাকে মাথায় রেখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিএএ আইনের সমর্থনে এক সভায় সরাসরি শাহিনবাগের আন্দোলনকে নিশানা করে 'লিঙ্গ বৈষম্য' বিতর্ক উসকে দিলেন।এ বিষয়ে তিনি বলেন, ' এমন আন্দোলন, যেখানে পুরুষরা যোগ দেওয়ার সাহস পাচ্ছে না। বাড়ির মহিলারা ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। শিশুদেরও হাতিয়ার করা হচ্ছে।মহিলাদের এই আন্দোলনকে খাটো করে যোগী আরও বলেন, 'দিল্লির শাহিনবাগের আন্দোলনে পুরুষেরা কোথায়? প্রায় ৪০ দিন ধরে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্ষোভ প্রদর্শন চলছে। সকাল থেকে রাত পর্যন্ত মঞ্চে ঠাঁয় বসে রয়েছেন মহিলারা। কেন পুরুষরা ঘরে লুকিয়ে রয়েছে? মাথায় রাখবেন হিংসায় মদদ দিলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বোধহয় এই ভয়ে লেপের তলায় লুকিয়ে রয়েছে পুরুষরা। মহিলাদের সামনে এগিয়ে দিয়ে বড় অপরাধ করছে পুরুষরা। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct