প্রতারণার অভিযোগ উঠলো ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে । অওরঙ্গাবাদের একটি ট্র্যাভেল এজেন্ট তার বিরুদ্ধে ২০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ করেছেন। যদিও আজহার নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি সেই অভিযোগকারির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করারও হুমকি দিয়েছেন। অওরঙ্গাবাদে দানিশ টুর ও ট্র্যাভেলস এজেন্সির মালিক শাহাব মোহাম্মদ অভিযোগ করেছেন যে, আজহার ও অন্য দুজনের জন্য গত নভেম্বরে তিনি প্রায় ২১ লক্ষ টাকার বিমান টিকিট কেটে দিয়েছিলেন। শাহাবের দাবি, এই টিকিট কাটার অনুরোধ করেছিলেন আজহারউদ্দিনের ব্যক্তিগত সচিব মুজিব খান। বার বার তাঁকে অনলাইনে পেমেন্টের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো টাকা দেওয়া হয়নি।