স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মজয়ন্তী পালন করল মালদা জেলা প্রশাসন। নেতাজির পূর্ণবয় মূর্তিতে মাল্যদান, পতাকা উত্তোলন সহ বিভিন্ন দেশাত্মবোধক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি উদযাপন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র।
এদিকে গোটা রাজ্যের সাথে সাথে এদিন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার উদ্যোগেও শহরের নেতাজি মোড়ে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানের সূচনায় শহরের বৃন্দাবনে ময়দান থেকে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়েছিল। মালদা শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃতি এবং বাণী নিয়ে এই প্রভাতফেরিতে অংশ নেন। প্রভাতফেরিতে অংশ নেন জেলাশাসক রাজষি মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ অন্যান্যরা।
জানা যায় এদিন এই প্রভাতফেরী গোটা শহর পরিক্রমা করে নেতাজি মোড়ে এসে শেষ হয়। পরে নেতাজি মোরে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রভাত ফেরীতে অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত জেলাশাসক রাজষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিশিষ্ট সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct