দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন তীব্র হচ্ছে। বিভিন্ন প্রতিবাদ সভায় স্লোগান উঠছে 'আজাদী'। এই 'আজাদী' স্লোগান যারা দেবে তাদেরকে এবার দেশদ্রোহী তকমা পেতে হবে। এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত ঘনিষ্ঠ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। বুধবার কানপুরে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে এক সমাবেশে এই সতর্কবার্তা দেন যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে শুধু তাই নয়, বিক্ষোভকারীদের কড়া হাতে দমন করারও হুমকি দেওয়া হয়।
বিক্ষোভে ‘আজাদি’ স্লোগান দিলেই এবার ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া হবে!
বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ‘আজাদি’ স্লোগান দিলে তাদেরকে ‘দেশদ্রোহী’ বলে গণ্য করা হবে বলে হুশিয়ার দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সম্প্রতি লখনউয়ের বিখ্যাত ক্লক টাওয়ারের নীচে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে লাখ লাখ মানুষ জড়ো হয়ে অবস্থান বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে ‘আজাদি’ স্লোগান ওঠে।
যোগী এ সম্পর্কে বলেন, আজাদি স্লোগান যারা দেবে তাদেরকে দেশদ্রোহিতার মতো অপরাধ বলে গণ্য করা হবে। আর সরকার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct