অযোধ্যায় বাবরি মসজিদ রামমন্দির নির্মাণ মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর জোর তৎপরতা শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট রায়ে বলেছিল অযোধ্যায় রামমন্দির নির্মাণ করতে পারবে রামলালা। এবার রামলালা রামমন্দির কেমন হবে তার নকশা সামনে আনল। মঙ্গলবার জ্যোতিষ পীঠ শঙ্কারাচার্য স্বামী স্বরূপনন্দ স্বরস্বতী এবং রামলালা ট্রাস্টের সেক্রেটারি স্বামী অভি মুক্তিস্বরানন্দ স্বরস্বতী রামমন্দির নকশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, নতুন নকশা অনুযায়ী বাস্তু শাস্ত্র অনুসারে একবিংশ শতাব্দীতে রামমন্দির গড়া হবে। বহু সংখ্যক ভক্ত যাতে অংশ নিতে পারে তার ব্যাপারেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct