চিনে এখন মহামারীর আকার নিতে চলেছে ইউহান ভাইরাস। মূলত চিনের ইউহান প্রদেশে এক অজ্ঞাত ভাইরাসে এ পর্যন্ত কমপক্ষে ৪৪০ জনের মৃত্যু হয়েছে। তার জেরে ভারতের সাতটি বিমানবন্দর লাল সতর্কতা জারি করা হয়েছে। এর আগে আফ্রিকার দেশগুলিতে যখন ইবোলা ভাইরাস মহামারীর আকার নিয়েছিল তখন ভারতেও লাল সতর্কতা জারি করা হয়েছিল। সেভাবেই এবার চিনের ইউহান ভাইরাস মোকাবিলায় দেশের সাতটি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ওই সাতটি বিমানবন্দর হল, কলকাতা , চেন্নাই , হায়দরাবাদ,, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বই ও কোচিন। বিশেষ নজর দেওয়া হচ্ছে চিনের ইউহান প্রদেশ থেকে যেসব যাত্রী এইদেশে আসছেন তাদের উপর। এছাড়া চিনে যে কোনো শহর এর বিমানবন্দর থেকে ওঠার আগে একবার ভারতের মেডিক্যাল চেকপয়েন্ট এ প্যাসেঞ্জের কে চেক করা হচ্ছে। সেখানে মেডিক্যাল চেক ওকে হলে একটা কাগজ দেওয়া হচ্ছে আরেকটা কপি সেখানকার মেডিক্যাল ক্যাম্প এ থাকছে। আর দ্বিতীয় কপি দেওয়া হচ্ছে যাত্রীকে। তিনি ভারতে ঢোকার পর প্লেন থেকে নেমেই ফের মেডিক্যাল চেকআপ করা হচ্ছে। তাতে ফিট থাকলে তবে ইমিগ্রেশন দেওয়া হচ্ছে বা বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
ইউহান ছাড়াও বেজিং, হংকং শহর এর বিমানবন্দরের যাত্রীদের ওপরেও নজরদারি রাখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct