সোমবার কর্ণাটকের ম্যাঙ্গালুরু বিমানবন্দরে বোমাতঙ্কের সৃষ্টি হয়। ম্যাঙ্গালুরু বিমানবন্দরে কে বা কারা মারাত্মক বিস্ফোরক আইইডি রেখে পালিয়ে যায়। তাকে কেন্দ্র করে জোর আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনী জোর তল্লাশি চালানো শুরু করে। যাতে কোনো নাশকতা সৃষ্টি না হয় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়। তারা অতি সতর্ক হয় এ কারণে যে ম্যাঙ্গালুরুতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে কয়েকজন প্রতিবাদী মুসলিমের মৃত্যু হয়েছিল। তাই পুলিশের আশঙ্কা ছিল কোনো জঙ্গি মুসলিম হয়তো ম্যাঙ্গালুরু বিমানবন্দরে নাশকতা চালিয়ে বদলা নিতে পারে। কিন্তু না, পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহ দেখাযায় আদিত্য রাও নামে এক ব্যক্তিকে আটক করে। পুলিশের কাছে অবশ্য সে আত্মসমর্পণ করে। আদিত্য রাও কোন জঙ্গি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে।
সিটি পুলিশ কমিশনার পিএস হর্ষ জানিয়েছেন, পুলিশ আদিত্য রাওকে জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য জানতে পেরেছে। তার সূত্র ধরে আইইডি রাখার পিছনে আর করা যুক্ত এবং কি উদ্দেশ্যে তারা বিমানবন্দরে রেখেছিল তা নিয়ে তদন্ত চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct