আস্ত একটা স্কুলের অর্ধেকেরও বেশি বেদখল হয়ে গেল খাস কলকাতা শহরের বুকে। ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ এলাকার নিমক মহল রোডে । সেখানে রয়েছে আর্য পরিষদ বালিকা বিদ্যাপীঠ স্কুল । কাল বৃহস্পতিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। কিন্তু স্কুলের জায়গা বেদখল হওয়ায় ১১০০ ছাত্রী স্কুলের মাঠে অনুশীলন করতে পারছে না। কারণ মাঠে ঢোকার গেটে কেউ তালা মেরে দিয়েছে। ভিতরে পুরো জায়গা কাপড় দিয়ে ঘিরে ম্যারাপ বাঁধা হচ্ছে। আনা হযেছে এল ই ডি টুনি বাল্ব, ফুলের তোড়া । শুধু মাঠ নয়, প্রতিদিন যে হলে প্রার্থনা হয়, সেটিও তালা মারা। প্রেয়ার বন্ধ। ইতিউতি কেউ মই, কেউ আনাজ, কেউ ফুলের বোকে নিয়ে ঢুকছেন। সবাই বলছেন, তারা রাজের লোক । কে এই রাজ? এলাকার পুরপিতা রাম পিয়ারি রামের খুব কাছের লোক । তার আবদারে বিয়ের মরসুমে মাসে অন্ততঃ ৮ থেকে ১০ দিন গোটা স্কুল বাড়ি টাই যেন বিয়েবাড়ি। অথচ এই স্কুলের দ্বারোদ্ঘাটন করেছেন খোদ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রী ও মেয়র ববি হাকিম । তাতেও দাপট কমেনি জবরদখলকারিদের। প্রতিবাদ করলেই স্কুলের প্রধান শিক্ষিকাকে অকথ্য ভাষায় শাসানি ও হুমকি জোটে বলে অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct