হ্যাক হয়ে গেল বিশ্বের শীর্ষ ধনী ও অনলাইন জয়েন্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্যক্তিগত মোবাইল ফোন। আর এই হ্যাক হওয়ায় শোরগোল পড়ে গেছে।
তবে জেফ বেজোসের ফোন থেকে কোনো তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে কিনা জানা যায়নি। জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজির বিবাহ বিচ্ছেদ হয়েছে এক বছর পার হয়ে গেছে। তার পর এই হ্যাক হওয়ায় ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও সংবাদ মাধ্যম বলছে, আমাজন কর্তার ফোন হ্যাক হয়েছে সৌদি যুবরাজ বাদশাহ সালমানের একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠানোর পর।
মার্কিন এক ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ জানিয়েছে, ২০১৮ সালে যুবরাজ সালমান ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এনক্রিপ্টেড ভিডিও মেসেজ বার্তা পাঠানোর পর বেজোসের মোবাইল থেকে বার্তা চুরি করা হয়।
সেসময় আমেরিকার ন্যাশনাল ইনকোয়ার ম্যাগাজিন জেফ বেজোসের সঙ্গে লরেন স্যাঞ্চেস নামে এক টিভি উপস্থাপিকার পরকীয়ার খবর ফাঁস করে।
এরপর সেসময় বেজোস এক ব্লগে জানান, ন্যাশনাল ইনকোয়ার ম্যাগাজিন তাকে হুমকি দিচ্ছে আরও লজ্জাজনক ও আপত্তিকর ছবি প্রকাশ করবে যদি তিনি পরকীয়ার খবর প্রকাশের পিছনে তাদের (পত্রিকার) কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তা প্রকাশ্যে স্বীকার না করেন। বেজোসের এক নিরাপত্তা পরামর্শকারী গেভিন ডে বেকার বলেন, পরকীয়ার খবর ফাঁসের আগে সৌদি সরকার জেফ বেজোসের ফোন হ্যাক করে। তবে তিনি সে সময় তার অভিযোগের কোন প্রমাণ বলেননি।
উল্লেখ্য, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য সালমানকে দায়ী করে কড়া প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্ট। যার মালিক বেজোস। তার জেরে এই কাণ্ড হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct