পার্লামেন্টে সন্ত্রাসী হামলা চালানোর দায়ে অভিযুক্ত আফজাল গুরুকে ফাঁসি দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন এই মুহূর্তে বলিউডের হার্টথ্রব নায়িকা আলিয়া ভাটের মা সোনি রাজদান। তিনি বলেন, 'আফজাল গুরুকে বলির পাঁঠা বানানো হয়েছে।' তিনি এ ঘটনায় তদন্ত দাবি করে বলেন, ' এটা হল হাস্যকর এক বিচার।' সোনি রাজদান নিজেও একজন অভিনেত্রী। আফজাল গুরুর ফাঁসি নিয়ে টুইটারে তিনি বলে, 'যদি ওই মানুষটি নিরপরাধ প্রমাণিত হন, তাহলে কে তাকে মৃত অবস্থা থেকে জীবন ফেরত দিতে পারে? এ জন্যই মৃত্যুদণ্ডকে খুব হালকাভাবে ব্যবহার করা উচিত নয়। আফজাল গুরুকে কেন বলির পাঁঠা বানানো হয়েছে তার নিরেট তদন্ত হওয়া প্রয়োজন।' সোনি রাজদান টুইটে আরও প্রশ্ন করেন, 'আফজাল গুরু একটি চিঠিতে জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের ডিজিপি দেবিন্দর সিং তাকে বাধ্য করেছিলেন কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত সন্ত্রাসীদের নিয়ে যেতে। কেন সেই দেবিন্দর সিংয়ের বিরুদ্ধে তখন তদন্ত করা হয় নি এ বিষয়টিরও তদন্ত করা উচিত। ওই চিঠিতে আফজাল গুরু আরও বলেছিল, পার্লামেন্টে যারা হামলা করেছিল, সেইসব সন্ত্রাসীও দেবিন্দর সিংকে চিনতো। আফজালের মতো ব্যক্তিদের কিভাবে নির্যাতন করা হতো, সে বিষয়ে তদন্ত হওয়া উচিত। অপরাধমুলক কর্মকান্ড চালানোর জন্য সন্ত্রাসীদের নিয়ে যেতে তাকে বা তাদেরকে যারা বাধ্য করতো এবং শেষ পর্যন্ত তাকেই মৃত্যুদন্ড দেওয়া হয়। এসব বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন।'