রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। ইস্টবেঙ্গল গ্যালারিতে বিশাল এক সাদা ব্যানারে লেখা এই স্লোগান নজর কেড়েছে রবিবার ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট-মোহন ডার্বিতে। এনআরসি ও সিএএ বিরোধী বার্তা বাঙালির হাইভোল্টেজ ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াইয়ে অন্য এক মাত্রা দিয়ে গেল।
খেলার মাঠে এনআরসি বিরোধী স্লোগান এর আগেই দেখা গিয়েছিল আইএসএলে। একইভাবে এনআরসি নিয়ে বহু মানুষকে বিরোধিতা করতে দেখা গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচে। এবার একই কায়দায় ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গর্জে উঠল গোটা বাংলা।
ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগান লড়াই মানে ঘটি-বাঙালের লড়াই। ওপার বাংলা থেকে আসা মানুষদের প্রতিনিধি টিম ইস্টবেঙ্গল। বর্তমান পরিস্থিতির নিরিখে এনআরসি বিরোধী বার্তা দিতে ইস্টবেঙ্গল সমর্থকরা পৌঁছে গিয়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে দুটি বড় টিফো। একটিতে বাটুল দি গ্রেট এর ধাঁচে তৈরি বাঙাল দি গ্রেট। যেখানে বাচ্চু ও বিচ্ছু বাটুল কে বলছে, 'কিরে বাঙাল এনআরসি আসছে, যা পালা।' সেখানে বাটুলের একটি ঘুসি 'দুম'। তার পাশেই সাদা ব্যানারে জ্বলজ্বল করছিল, 'রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়।'
ডার্বিতে এনআরসি বিরোধী প্রতিবাদ একযোগে সবার নজর কেড়েছে। ইস্টবেঙ্গলের এক সমর্থক বলেন,'এনআরসি নিয়ে বর্তমানে দেশজুড়ে যে অরাজকতা চলছে সেটাতে আমরা প্রতিটা বাঙালি খুবই আতঙ্কিত। এই মাটিতে আমরা জন্মেছি এখানেই বড় হয়েছি।তাই কারোর কথায় কাগজ দিয়ে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে চাই না। এদেশ আমার, এখানে থাকার অধিকার আমি অন্য কারোর কাছ থেকে নেব না।'
শেষ পর্যন্ত রবিবারের ডার্বিতে মোহনবাগান ২-১ গোলে জিতে নিলেও গোটা দুনিয়ার সামনে এনআরসি বিরোধী বার্তা দিয়ে আপামর বাংলার হৃদয় জিতে নিল টিম ইস্টবেঙ্গল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct