সেতুর উপর দিয়ে প্রায় জনা তিরিশ তরুণ তরুণী যাচ্ছিলেন। সে সময় শখ জাগে ছবি তোলার। আর ছবি তুলতে গিয়েই হয় বিপত্তি। ধসে পড়ে সেতু। ঘটনাটি ঘটেছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। সেখানে রবিবার একটি সেতু ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। সোমবার ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা একথা জানায়।
ইন্দোনেশিয়ারস্থানীয় দুর্যোগ সংস্থার প্রধানদুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান উকজাং সিয়াফিরি বলেন, প্রায় ৩০ জনের মত যাদের বেশিরভাগই টিনেজার, কাছেই একটি বিদ্যৎকেন্দ্রে থেকে ফেরার পথে ব্রিজটিতে ছবি তুলতে গেলে সেসময় ধসের ঘটনা ঘটে।
উকজাং সিয়াফিরি বলেন, ‘সেতুটি সম্ভবত একসাথে এতো লোকের ভার বহন করতে না পারায় এটি ধসে পড়ে।’
তিনি আরো জানান, জলে পড়ে যাওয়া কিছু শিক্ষার্থীতে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়।
জানা যায়, ঐ অঞ্চলে প্রবল বর্ষণের কারণে নদীতে অনেক স্রোত থাকায় সেতুটির নিচে নদীর পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি ছিল। তবে সেতু ধসের সময় অনেকে শক্ত করে রেলিং ধরে থাকায় প্রাণে বেঁচে যায়।