এটিএম কার্ডের পিন বা ওটিপি ছাড়াই উধাও হয়ে গেল দেড় লাখ টাকা। ঘটনাটি ঘটেছে দিল্লির উপকন্ঠে নয়ডাতে। নেহা চন্দ্রানামে এক জন সংযোগ অফিসার হিসেবে কর্মরত মহিলা প্যারিসে বেড়াতে যাওয়ার আগে হারিয়ে ফেলেন তার মানিব্যাগ। তাতে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছিল। হঠাৎ তিনি দেখেন তার ডেবিট কার্ড থেকে দু দফায় প্রায় এক লাখ টাকা তোলা হয়েছে বলে ম্যাসেজ পেয়েছেন। এরপর আর প্রায় ৫০ হাজার টাকা ক্রেডিট কার্ড থেকে তোলা হয়। অথচ তিনি পান নি কোনো ওটিপি। তাই পিন ছাড়াই হ্যাকাররা টাকা তুলে নেয়। এরপর রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মতো এক ঘন্টার মধ্যে ব্যাংকে জানান ও কার্ড ব্লক করেন। তিনি এইচডিএফসি ব্যাংকের কাছে পুরো টাকা ফেরত চেয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct