সামিম আহমেদ,আপনজন পত্রিকা:বছর শুরুর সঙ্গে সঙ্গে জাঁকিয়ে শীত,পল্লী থেকে নগরবাসী সবাই শীতে যবুথূবু। আজ থেকে ১৫ বছর আগে আঠারো বছরের বোন কে বিনা চিকিৎসায় হারায় সহিদুল লস্কর। সেই সংকল্পে বোনের স্মৃতিতে হসপিটাল ও গড়েছেন। প্রবল শীতের কথা মাথায় রেখে বুলবুল কবলিত এলাকায় শীতবস্ত্র বিতরণের সংকল্প করেন। এমন মানবিক সংকল্পের পাশে দাঁড়ান সমাজসেবিকা রুমা রায়,ধ্রুব দাসগুপ্ত, সোমা সরদার,আইনজীবী মাসুমা খাতুন,সমাজকর্মী মহঃ সফি,সমাজকর্মী সাবিনা খাতুন ও বহু সহৃদয় ব্যাক্তি বর্গ।
আজ মারুফা স্মৃতি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পনেরো জন সদস্যদের সঙ্গে নিয়ে বকখালি হেনরি আই ল্যান্ড এলাকার দুস্ত পীড়িত মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হন। শীতবস্ত্র বিতরণ করে আবার ও মানবতার জ্বলন্ত উদাহরণ স্থাপন করেন। সহিদুল লস্কর বলেন, সেবা তার পরম ধর্ম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ২৫০ জন আবাল বৃদ্ধ বনিতার হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র পেয়ে এলাকার মানুষ খুব খুশি হন ও দু হাত তুলে আশির্বাদ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct