মালদা, ৫ জানুয়ারি : তৃণমূলের পাল্টা প্রচারে এবার বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর সমর্থনে প্রচার শুরু করল বিজেপি।
রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ, ইংরেজবাজার পৌরসভার ১ নম্বর মহেশপুর এলাকা থেকে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট এবং পুস্তিকা দিয়ে প্রচার শুরু করেন বিজেপি নেতৃত্ব।
উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল, স্থানীয় কাউন্সিলর রাজিব চম্পটি সহ অন্যান্য নেতা-নেত্রীরা।
গত কয়েক সপ্তাহ ধরে এনআরসি বিরোধিতা করে রাস্তায় মিছিল করে তৃণমূল।
রাজ্যের বিভিন্ন শহর, ব্লক এমনকি অঞ্চলগুলিতেও তৃণমূল নেতৃত্ব ধর্নায় বসেন।
এবার পাল্টা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর সমর্থনে মানুষকে বুঝাতে প্রচারে নামল বিজেপি।
মালদা জেলা বিজেপির উদ্যোগে বাড়ী বাড়ী জনসম্পর্ক অভিযান মহেশপুর মোড় থেকে ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct