বাগদাদে ইরানের রিপাবলিকান গার্ডের কুদসবাহিনীর প্রধান সুলাইমানি নিহত হয়েছেন মার্কিন হামলায়। তা নিয়ে ইরান অসন্তোষ দেখানোয় এবার বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, সুলাইমানির নিশানা ছিল নাকি লন্ডন ও দিল্লিতে হামলা চালানো। তা বানচাল হয়ে যাওয়ায় হাজারো মানুষের জীবন রক্ষা পেয়েছে বাকে মন্তব্য করলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, দিল্লি ও লন্ডনে আক্রমণের পরিকল্পনা ছিল এই কুদস বাহিনীর। শুক্রবার এ কথাগুলো বলেন ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, কোন আগ্রাসী আক্রমণ এটি নয়। কোন যুদ্ধ শুরুর জন্য এই আক্রমণ করা হয়নি। বরং যুদ্ধ বন্ধ করতে এই আক্রমণ করা হয়েছে। যার মাধ্যমে রক্ষা পেয়েছে হাজারো মানুষ। ট্রাম্প বলেন, ‘ সুলাইমানি বড় হামলার পরিকল্পনা করছিলেন। কিন্তু আমরা তাকে রুখে দিতে পেরেছি। তার সন্ত্রাসী কার্যক্রমের সময় শেষ করতে পেরে স্বস্তি পাচ্ছি বলেও মন্তব্য করেন।