বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর সীমান্ত। কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে নিহত হয়েছেন দুই ভারতীয় সেনা।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সীমান্তে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা এলাকায় লাইন অব কন্ট্রোল (এলওসি)তে পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি চলে।
সংবাদ মাধ্যম আইএএনএস সূত্র জানিয়েছে, পাক জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীর থেকে রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোল পেরিয়ে এদেশে ঢোকার প্রবেশের চেষ্টা করে।
সেই খবর পেয়ে অভিযানে নামে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তখন পাক জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাদের গুলির লড়াই শুরু হয়। তাতে দুজন ভারতীয় সেনা নিহত হলেও পাক জঙ্গিদের কজন নিহত হয়েছে বা তাদের কি ক্ষতি হয়েছে জানা যায়নি। ভারতীয় সেনাদের দেহ বুধবার সকালে পাওয়া যায়।
উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছিলেন, ওই এলাকায় প্রায় ২৫০ পাক জঙ্গি সক্রিয় যাদের মধ্যে ১০০জন বিদেশ ও বাকিরা স্থানীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct