দিন-রাতের প্রথম চারদিনের টেস্ট পেরলো না চার দিন। তার আগেই ফয়সালা হয়ে গেল ম্যাচের। ক্রিকেট ইতিহাসে প্রথম আয়োজিত চার দিনের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ শেষ হয় মাত্র দু দিনেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ টেস্টে এক ইনিংস ও ১২০ রানে হারের লজ্জায় ডুবেযায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০৯ রানে ইনিংস ঘোষণা করে। পরে প্রথম ইনিংসে ৬৮ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে এক উইকেট থাকার পরেও শেষ ৪৬ রানে ৯ উইকেট হারায় সফরকারীরা।প্রোটিয়াদের হয়ে স্পিনার কেশব মহারাজর ৫৯ রানে ৫ উইকেট নেন। ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার এইডেন মার্করাম। তবে, এভাবে ইতিহাসের প্রথম চার দিনের টেস্ট ম্যাচ আগেই শেষ হওয়ায় আর এক ইতিহাস সৃষ্টি হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct