দেশজুড়ে যখন শাসক বিজেপি দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করছে, তখন এক সম্প্রদায়ের মানুষ অন্যের জন্য এগিয়ে এলেন। হিন্দু মুসলিমের মধ্যে দেওয়াল সরিয়ে এক হিন্দু ভাইয়ের ঘরে লাগা আগুন নেভাতে এগিয়ে এলেন মসজিদের ইমাম। ।মসজিদের মাইম থেকে ঘোষণা জারলেন হিন্দু প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে। সবাই এগিয়ে এসে আগুন নেভান। সেই ডাকে সাড়া দিয়ে মুসলিমরা এগিয়ে এসে হিন্দু ভাইয়ের ঘর পুরোপুরি পুড়ে যাওয়া থেকে বাঁচালেন। ঘটনাটি ঘটেছে হুগলির হরিপাল থানার বাহিরখণ্ড গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা অনন্ত পালের বাড়িতে আগুন লাগে। সেসময় যখন দিশাহারা আবাষ্ঠা তখন এগিয়ে আসেন গ্রামের মাসনিদের ইমাম আব্দুল মালেক। তিনি দ্রুত মাইকে ঘোষণা করেন, অনন্ত পালের বাড়িতে আগুন লেগেছে, সবাই এখনই ছুটে আসুন আগুন নেভানোর জন্য।
ইমামের ডাকে সাড়া দিয়ে প্রাণপণ ছুটে আসেন গ্রামের যুবকরা। হাতে বালতি নিয়ে যে যার মতো জল ভর্তি করে আগুন নেভাতে শুরু করে। সাইফুল্লাহ, সেখ হাসান, সাইফুদ্দিন রহমান, আমজাদ হোসেন, সেখ জাহাঙ্গীররা হাতে হাত লাগিয়ে স্থানীয় পুকুর থেকে জল নিয়ে অনন্তর বাড়িতে আগুন নেভাতে উঠেপড়ে লাগে। ততক্ষণ খবর যায় তারকেশ্বর অগ্নি নির্বাপক কেন্দ্রে। প্রায় একঘন্টার মধ্যে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও তার আগে গ্রামবাসীরাই অনন্তর বাড়ি আগুনের গেমস থেকে বাঁচান।
এ। নিয়ে অনন্ত পাল বলেন, মুসলিম ভাইয়েরা সেভাবে দ্রুত আগুন নেভাতে লেগে পড়ে তাতে তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তারা সময় মতো এলে ঘর বাঁচত না। গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করেছে তারা। হিন্দু মুসলিমের সৌহার্দ্য যে আজ গ্রামবাংলায় রয়েছে তা মুসলিম ভাইরাই ফের দেখালেন বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct