আরএসএস কর্মীদের গায়ে হাত দিয়ে বিপাকে পড়েছে যোগী রাজ্যের পুলিশ। পুলিশি হেফাজতে আরএসএস কর্মীকে মারধরের অভিযোগে সাসপেন্ড করা হল পাঁচজন পুলিশকে। তাও আবার আমেথিতে। উত্তরপ্রদেশের পুলিশ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আরএসএস কর্মীদের গায়ে হাত দেওয়ার কি বিপদ! যদিও আমেথির পুলিশ অস্বীকার করেছে আরএসএস কর্মীর উপর কোনো ধরনের অত্যাচারের কথা।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় কেশব নগর এলাকায় কিছু যুবক একজনের মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল। তখন মানবেন্দ্র সিং নামে এক আরএসএস কর্মী ওই যুবকের পিছু নেয়। খাবার যায় পুলিশের কাছে। মানবেন্দ্রর অভিযোগ, পুলিশ এসে যার মোবাইলে চিন্তায় হয়েছে ও তাকে থানায় নিয়ে যায়। সেখানে রাতে নাকি পুলিশ মারধর করে। মানবেন্দ্রর দাদা রবি সিং জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট। তার কাছে খবর যেতে বিজেপি কর্মীরা কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখাতে থাকে।
যদিও পুলিশ বলছে, ঘটনার কথা জানতে তাদের থানায় ডেকে আনা হয় কোনো মারধর করা হয়নি। মারধরের অভিযোগ একেবারেই মিথ্যা। তাতে শেষ রক্ষা হয়নি। আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে ওই থানার পাঁচ পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে যোগী সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct