এই শীতে যারা মুখে ব্রণের সমস্যায় ভুগছেন তারা খুব অস্বস্তিতে পড়েন। চিকিৎসকের কাছে গেলেও সুরাহা হয় না। সেই পরিস্থিতিতে কিছু ঘরোয়া টোটকা ব্যাপক কাজে আসতে পারে।
বিশেষ করে যারা ব্রণের সমস্যায় ভুগলে সাধারণত ওষুধ বা ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু বাজারে বিক্রিত ক্রিম ত্বকের জন্য ক্ষতিকর হয়ে ওঠে কোনো কোনো সময়। সেদিক থেকে ঘরোয়া টোটকা অনেক নিরাপদ ত্বকের জন্য। অবশ্যই ব্রণ থেকে বাঁচার জন্য। এবার দেখা যাক সেই টোটকা গুলি কি কি...।
প্রথমত, যাদের ব্রণের আধিক্য রয়েছে তারা পাতিলেবুর রস দিনে দু’তিনবার ব্রণের জায়গাগুলোতে লাগান। তবে একটানা ১০ মিনিটের বেশি রাখবেন না। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
দ্বিতীয়ত, নিমপাতা বেটে সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
এছাড়া গোলাপ জল কাজে দেয়। গোলাপ জল নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ কমে যায়। দারুচিনি গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ব্রণের ওপর লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণের সংক্রমণ, চুলকানি ও ব্যথা অনেকটাই কমে যাবে।
পাকা পেঁপে ব্যবহারেও ব্রণ কমে যায়। পাকা পেঁপে চটকে এক চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজনমতো চালের গুঁড়োর মিশ্রণটি মুখসহ গোটা শরীরে লাগান। ২০-২৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দেখবেন অনেকটাই কমে গেছে ব্রণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct