ঝাড়গ্রাম শহরের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা এবং পথ দুর্ঘটনা রুখতে পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ক্লোজ সার্কিট টিভি।ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে।ঝাড়গ্রাম পুরসভা এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম পুরসভার অন্তর্গত শহরের গুরুত্বপূর্ন এলাকায়ঘুরে কোথায কতগুলো বসানো হবে তার হিসেব শুরু হযেছে৷ পুলিশের হিসেবে বসছেশহর জুড়েএকশো বারোটি সিসিটিভি।বুধবার এই বিষয়ে কোন জায়গা গুলিতে সিসিটিভি বসবে তার জন্য জায়গা পরিদর্শন করেন ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান দূর্গেশ মল্লদেব,ঝাড়গ্রাম জেলা পুলিশের এসডিপিও দীপক সরকার সহ জেলা পুলিশের আধিকারিকরা।এদিন ,দুপুরে পরিদর্শক দলটি ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলি ঘুরে দেখেন।শহরের প্রবেশ,বাহির পথ,বিভিন্ন স্কুল,ব্যাঙ্ক,জনবহুল এলাকা গুলি তাঁরা পরিদর্শন করেন।মূলত ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগেই পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে শহরের বিভন্ন জায়গায় বসছে সিসিটিভি।
পুরসভা সূত্রে জানা গিয়েছেক্যামেরা বসানোর জায়গা গুলি চিহ্নিত করবে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct