মালদাঃ- ইংরেজি সালের বছরের শেষ দিন সকলে যখন আনন্দে মাতছে সে সময় হঠাৎ হরিশ্চন্দ্র থানার ২ নম্বর ব্লকের সুলতান নগরে বজনাথপুর গ্রামে শর্ট সার্কিটের ফলে আগুন পুড়ে ছাই এক বিধবা মহিলার ঘর।যানাজায় ওই মহিলার নাম মনতেসা বেওয়ার । পরিবার সূত্রে যানাজায়,সোমবার গভীর রাতে হঠাৎ মনতেসার শোয়ার ঘরের বিদ্যুতের মিটারে আগুন লাগেযায় ।আগুন লাগার সময় সে ঘরে ঘুমিয়েছিল।তবে ঘরে মজুত থাকা শস্য,বস্ত্র থেকে শুরু করে পরিবারের সকল দরকারি নথিপত্র,নগদ কিছু অর্থ,সোনা ও রুপোর অলঙ্কার সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।ওই পরিবারের তরফে অনুমান সব কিছু মিলে আনুমানিক দুই লক্ষ্য টাকার মতো জিনিস ক্ষতি হয়েছে।আগুন লাগার পর দ্রুত হরিশ্চন্দ্রপুর দমকলকে ফোন করা হয়।কিন্তু দমকল পৌঁছানোর আগেই স্থানীয়রা ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ।পরে হরিশ্চন্দ্রপুর দমকলবাহিনীর একটি ইঞ্জিন ঘটনা স্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।পরিবারের অনুরোধ করে বলেন তাদের সমস্ত নথিপত্র পুনরায় ফিরে পায় তার জন্য প্রশাসন এবং পুলিশের সহযোগিতা চেয়েছেন।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।
মনতেসা বেওয়া জানান, থাকার মটতো একটা মাত্র ঘড় ছিল সেটাও আজ পুড়ে ছাই হয়ে গেল। এখন পরিবার নিয়ে খোলা আকাশ নিচে জীবন যাপন করতে হবে। পরনে কাপড় টুকু ছাড়া ঘরের মধ্যে যা ছিল চেয়ার-টেবিল খাওয়ার প্লেট সহ সবই পুড়ে ছাই। হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা তজমুল হোসেন ককবর পেয়ে ছুটে যান । এদিন ক্ষতিগ্রস্ত দশটি পরিবারে হাতে রান্নার বাসন পত্র, চাল ডাল, কাপড় ও শীত বস্ত্র পলিথিন দিয়ে সাহায্য হাত বারিয়ে দিয়েছেন। সরকারি সবরকম সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।