মালদাঃ- বছর চারেকের বেশি বন্ধ হয়ে পরে রয়েছে হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের আইহো দাতব্য চিকিত্সালয়। দীর্ঘ কয়েক বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পরে থাকায় সমস্ত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসীন্দারা ।চিকিত্সা করার জন্য সাধারন মানুষ পড়ছে সমস্যার মধ্যে। আইহো অঞ্চলের গ্রামবাসীদের অভিযোগ,দাতব্য চিকিত্সালয়ে, এখন হয়ে উঠেছে মানুষের বাসস্থান চিকিৎসালয় এখানে আর কিছু নেই ।চিকিৎসালয়ের সাইন বোর্ডের অবস্থাও জরাজীর্ণ হয়েপড়েছে।ডাক্তার এখানে নিয়মিত আসে না।সমস্যায় পড়তেগেলে ছুটে যেতে হয় বুলবুলচন্ডি গ্রামীন হাসপাতালে ও মুচিয়া স্বাস্থ্য কেন্দ্রে অবশেষে ছুটে যেতে হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।আইহো দাতব্য চিকিৎসাল হয়ে উঠেছে সাধারণ মানুষের বাস।চিকিত্সালয়ের বারান্দার জানালার জায়গা জুড়ে অনেক কাপড় রাখা রয়েছে।অস্থায়ী ভাবে কিছু দুঃস্থ মানুষ ওখানে কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছে।চিকিত্সালয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিক বার বলা হলেও জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবা এখনও চালু করা হয়নি।আইহো গ্রামপঞ্চায়েতের রবি দাস নামে এক স্থায়ী গ্রামবাসী জানিয়েছেন, দাতব্য চিকিত্সালয়ের পরিষেবা বন্ধ হয়ে যাবার জেরে সমস্যা হচ্ছে,গ্রামের কেউ অসুস্থ হলে ডাক্তারকে জন্য ছুটে যেতে হয় বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে। দাতব্য চিকিৎসার না থাকায় চিকিত্সার জন্য গ্রামের হাতুড়ে ডাক্তারদের উপর নির্ভর করতে হয়।অতীতে যখন চিকিত্সালয়টি খোলা ছিল তখন সামান্য টাকা দিয়ে প্রয়োজনীয় টিকিটের মাধ্যমে চিকিত্সক দেখত,বিনামূল্যে ওষুধও পেতাম।গ্রামের মানুষ এর সুবিধা পেত।দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে চিকিত্সার জন্য আসত।এখন এমন অবস্থা হয়ে গেছে কেউ যদি মারা যায় তার ডেথ সার্টিফিকেট দেওয়ার মতো কেউ নেই।খুবই সমস্যা হচ্ছে।সব ক্ষেত্রে হাতুড়ে ডাক্তারদের উপর নির্ভর করে চলতে হয় ।বড়ো অসুখ হলে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে বাধ্য হয়ে যেতে হয়। মলয় দাস বলেন,আইহো দাতব্য চিকিত্সালয়ের মোটামুটি বছর দুই ধরে বন্ধ হয়ে রয়েছে।কোনো ডাক্তার দেখা মেলে না চিকিত্সালয়টি ওই রকম ভাবেই পড়ে রয়েছে।সেখানে যা ডাক্তার ছিল অন্য জায়গায় নিয়ে গিয়েছে।একদম বাজে অবস্থা হয়ে আছে।ফাঁকা ঘরগুলিতে গরু ছাগল প্রবেশ করে বেশ কিছু দিন ধরে সেই ঘড় গুলিতে এখন সাধারণ মানুষের বসবা হয়েছে ।ডাক্তার না থাকলে চিকিত্সালয়ে রোগী কি করে যাবে। এর জন্য গ্রামবাসীদের মধ্য ক্ষোভ জমেছে।তাঁদের দাবি,দ্রুত দাতব্য চিকিত্সালয়টির স্বাস্থ্য পরিষেবা আবার নতুন করে চালু হোক।তাহলে গ্রামবাসীদের অনেক সুবিধা হবে।এই চিকিত্সালয়ে আগে বিনা পয়সায় ওষুধ পাওয়া যেত,সেটা হলে গ্রামবাসীদের খুব উপকার হয়।