ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো চন্দ্রযান-২ পাঠিয়েছিল মাস কয়েক আগে। কিন্তু চাঁদের পৃষ্ঠে ঘোরার পর চাঁদে নামতে পারেনি। নিখোঁজ হয়ে যায় ল্যান্ডার। ফলে বিফলে যায় চন্দ্রযান-২ অভিযান। যদিও চন্দ্রযান-২ উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতৃত্ব তা নিয়ে ঢাকঢোল ফাটিয়েছিলেন। চাঁদে চন্দ্রযান-২ পাঠানোর কৃতিত্ব দাবি করেছিল বিজেপি জোটের কেন্দ্রীয় সরকার। সেই কৃতিত্ব কাজে লাগায় ফের সক্রিয় হয়েছে কেন্দ্র। আবার চন্দ্র অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন ২০২০ সালে চন্দ্রযান-৩ চাঁদে অভিযান করবে। মঙ্গলবার তিনি বলেন, চন্দ্রযান-২ অভিযান ব্যর্থ হয়েছে বলা যাবে না। কারণ বিশ্বের কোনো দেশ প্রথমবারে চন্দ্র অভিযানে সফল হয়নি। যদিও প্রথম বার থেকে অনেক কিছু শেখা গেছে। তাই চন্দ্রযান-৩ অভিযান ফের চালানো হবে।