লোকে বলে ভূতুড়ে বাড়ি। তাই একই পরিবারের ১১জন সদস্যই রহস্যজনকভাবে আত্মহত্যা করেছিলেন বলে এলাকার লোকেদের বিশ্বাস। দিল্লির বুরারী এলাকায় এই বিড়াল আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১ জুলাই। এক বছর কাটান কাটতে সেই বাড়িতে বাস করতে শুরু করলেন এক চিকিৎসক। ভূতের ব্যাপারটা উড়িয়ে দিয়ে পূজা করেই ভাড়া ঘরে অভিষেক করেছেন ওই চিকিৎসক ডা. মোহন সিং। ডাক্তার মোহন সিং পেশায় ল্যাব টেকনিশিয়ান। মোহন আপাতত ভাড়া নিয়েছেন ওই বাড়ি। গ্রাউন্ড ফ্লোরে থাকবেন এই পরিবার। অন্য ফ্লোরে ডায়াগনোসিস সেন্টার খোলা হয়েছে।
মোহন সিং এ ব্যাপারে জানিয়েছেন, তিনি এবং তার পরিবার কুসংস্কার বিরোধী। তাই ভূত প্রেত তত্ত্ব খারিজ করে দিব্যি থাকতে শুরু করেছেন মোহন সিং। তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানান।
উল্লেখ্য, বুরারি এলাকায় এক পরিবারের ১১ সদস্যের একসঙ্গে আত্মহত্যার খবর খবরের শিরোনাম হয়ে উঠেছিল। শিশুসহ ১০ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল দিল্লি প্রশাসন। আর একজনের দেহ পড়েছিল বিছানার ওপর। কিন্তু কেন এভাবে আত্মহত্যা এখনো জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct