অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন আজ চিকিৎসকদের হাতের মুঠোয়। কিডনি থেকে শুরু করে চোখ সবই প্রতিস্থাপন সহজ হয়ে উঠেছে। কিন্তু তাই বলে মস্তিষ্কের প্রতিস্থাপন এখনো সম্ভব হয়ে ওঠেনি। এবার মস্তিস্ক বা মাথা প্রতিস্থাপনে আশার বাণী শোনালেন ব্রিটেনের এক চিকিৎসক।
যদিও বিশেষজ্ঞদের বড় অংশ মনে করেন, কখনই জীবিত মানুষের মাথা প্রতিস্থাপন সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের নিউরোসার্জন ব্রুস ম্যাথুর দাবি, এটা সম্ভব এবং তা হতে পারে আগামী ১০ বছরের মধ্যেই! হাল ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের প্রাক্তন নিউরোসার্জন ম্যাথু বলছেন, এখন যেভাবে স্পাইনাল কর্ড বা সুষুস্নাকাণ্ড থেকে মাথা বিচ্ছিন্ন করে প্রতিস্থাপনের চেষ্টা চলছে তা কখনই সম্ভব নয়। তার মতে, সুষুস্নাকাণ্ডসহ মাথা প্রতিস্থাপন করতে হবে। অত্যাধুনিক স্টেমসেল প্রতিস্থাপন, রোবোটিক ও স্নায়ু সার্জারির মাধ্যমে এই সাফল্য মিলবে। প্রায় দুই বছর আগে ইতালীয় নিউরোসার্জন সের্গিও কানাভেরো দাবি করেন, চীনের গবেষণাগারে তার নেতৃত্বে সফলভাবে দুটি মৃত মানুষের মাথা প্রতিস্থাপন করা হয়। একজনের ধড়ে অন্যজনের মাথা বসিয়ে মেরুদণ্ড, স্নায়ু ও রক্তনালিগুলো জুড়ে দেয়া সম্ভব হয়েছে। তিনি জীবিত মানুষের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা চালাতে চাইলেও কোনো দেশই অনুমতি দেয়নি।
মাথা প্রতিস্থাওয়ান নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়ায় এক শরীর থেকে মাথা আলাদা করে অন্য শরীরে প্রতিস্থাপন করা পর্যন্ত দুই দেহকে জীবিত রাখতে হবে। এটা সম্ভব নয়। কখনও এটি সম্ভব হলেও পরবর্তীতে ইনফেকশনে মারা যাবেন রোগী। এর আগে দুইবার বানরের মাথা প্রতিস্থাপন করা হলে অল্প কয়েকদিনের মধ্যেই সেগুলো মারা যায়। যদিও ম্যাথু সেই অসাধ্য সাধনের কাজে এগিয়ে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct