নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখতে গিয়ে যোগী রাজ্য উত্তরপ্রদেশে প্রাণ গিয়েছে প্রায় কুড়ি জনের। পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হওয়ায় দেশজুড়ে সমালোচনা চলছে। কিন্তু প্রথমে যোগী রাজ্যের পুলিশ অস্বীকার করার পর অবশেষে স্বীকার করেছে তাদের গুলিতে মৃত্যু হয়েছে মিরাটের দুই ব্যক্তির। ইতিমধ্যে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে বহু বিক্ষোভকারীরা বিরুদ্ধে মামলা করেছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি প্রায় কুড়ি লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ কমছে না। তাই উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যের ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিং বলেছেন, আপাতত ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত হলে তারপর ফের ইন্টারনেট চালু করা হবে।
যে জেলাগুলোতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, গাজিয়াবাদ, বুলন্দশহর, মিরাট, মুজাফফর নগর ও সামলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct