মালদা, ২৫শে ডিসেম্বর: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তার আবক্ষ মূর্তির উন্মোচন করা হল।
বুধবার পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বালা সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রয়াত নেতার আবক্ষ মূর্তি উন্মোচন করেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি গোবিন্দ মন্ডল ও সাহাপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুশান্ত কুন্ডু। সুশান্ত বাবুর উদ্যোগেই অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। জানা গেছে শুধু উত্তরবঙ্গে নয় পশ্চিমবঙ্গেও এই প্রথম অটল বিহারীর কোন মূর্তি উন্মোচন করা হলো। মূর্তির উন্মোচন উপলক্ষে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সাংসদ খগেন মুর্মু বলেন," বিজেপি যে সমস্ত মহান নেতার আদর্শ পাথেয় করে চলছে তাদের মধ্যে অটল বিহারী বাজপেয়ী অন্যতম। দলমত নির্বিশেষে সবার কাছেই গ্রহণযোগ্য ও সম্মানের পাত্র ছিলেন তিনি। আদর্শ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজীবন রাজনীতি করে গেছেন অটলজী। সাহাপুর গ্রাম পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুশান্ত কুন্ডু জানান," বিজেপিকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার মতো নেতার আদর্শেই অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই। তার জন্মদিনে আমাদের তরফ এটা একটা ছোট্ট প্রয়াস।" এদিনের অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct