দেশজুড়ে বিক্ষোভের আগুন সিএএ ও এনআরসির বিরুদ্ধে। কিন্তু সেই বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যোগী রাজ্য উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের বিরুদ্ধে। দিল্লির জামিয়া মিলিয়া কিংবা কানপুর শহরে পুলিশের গুলি চালনা নিয়ে ব্যাপক নিন্দা আর প্রতিবাদ চলছে।
বৃহস্পতিবার থেকে উত্তর প্রদেশের বহু অংশে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেকে। তবে রাজ্য পুলিশ বলছে তারা কোথাও বিক্ষোভকারীদের উপর একটি গুলিও করেনি। কিন্তু ভিডিও ফুটেজে পুলিশের গুলির প্রমাণ মিলেছে।
সংবাদ মাধ্যম সূত্র জানাচ্ছে, সহিংসতায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। বেসরকারি মতে ২০।
ইংরেজি নিউজ চ্যানেল এনডি টিভি বলছে, পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে। শনিবার কানপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালীনই এই দাবির প্রমাণ পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে কানপুরে এক পুলিশ সদস্য তার রিভলবার দিয়ে গুলি করছে।
ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ সদস্য একটি জ্যাকেট এবং হেলমেট পরা ছিল। বিক্ষোভের সময় একটি রিভলবার এবং লাঠি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। পরে এ কোনায় গিয়ে গুলি করে সে।
উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল পুলিশ ওপি সিং বলেছেন, নিহতদের কেউ পুলিশের গুলিতে মারা যায়নি। তারা একটিও গুলি করেনি। এদিকে বিক্ষোভ একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে। বিহারেও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct