নাগরিকত্ব সংশোধনী আইন চালুর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে যখন প্রতিবাদের ঢেউ তখন রাম মন্দির ইস্যু জাগিয়ে তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মানুষের মন ঘোরাতে এবার সদর্পে ঘোষণা করলেন আগামী চার মাসের মধ্যেই আকাশ ছোঁয়া উচ্চতার রাম মন্দির তৈরি হবেই। সোমবার ঝাড়খণ্ড নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জোর সওয়াল না করলেও রাম মন্দির তৈরির পরিকল্পনার কথা বলেন। ঝাড়খণ্ড
বিজেপির নির্বাচনী প্রচারের প্রধান অস্ত্র হিসাবে তুলে ধরা হয়েছে রামমন্দির ইস্যু। অমিত শাহ বলেন, ‘সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে রায় দিয়ে দিয়েছে। একশ’ বছর ধরে সব ভারতীয় চেয়েছিল, অযোধ্যায় যেখানে রামের জন্ম হয়েছিল, সেখানে রামমন্দির হোক। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, চার মাসের মধ্যে অযোধ্যায় আকাশচুম্বী রামের মন্দির তৈরি হবেই।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দেন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ কোর্ট রায় দেয় বিতর্কিত ২.৭৭ একর জমি রাম মন্দির তৈরির জন্য ৷ বাবরি মসজিদ তৈরির জন্য অযোধ্যার বিকল্প জায়গায় ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হলেও তার খারিজ হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct