মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা সাধারণত নানা প্রাচীন জিনিস খুঁজে পান। তার থাকে সামগ্রীও, যার দ্বারা বোঝা যায় কোন আমলের। এবার সাবাইজে অবাক করে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেলেন ওরে ১৭০০ বছর আগের মুরগির ডিম। এটি পাওয়া গেছে আমেরিকার বাকিংহামশায়ারের এলসবারির একটি প্রত্নস্থান থেকে। শুধু মুরগির ডিম নয় ওয়াইয়া গেছে মুদ্রা ও চামড়ার জুতাও।
প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, এই ডিম রোমান শাসনামলের। খননের সময় ডিমটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। এ সম্পর্কে প্রত্নতত্ত্ববিদরা জানান, খননের সময় চারটি ডিম পেয়েছিলেন। যদিও এর মধ্যে তিনটি ডিম ভেঙে যায়।
রোমান শাসনামলের এমন একটি ডিম অক্ষত অবস্থায় পাওয়া একটি বিরল ঘটনা বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা।
তবে যে ডিমগুলো পাওয়া গেছে, সেগুলো খাওয়ার উপযোগী নয়। কারণ, যে তিনটি ডিম ভেঙে গেছে, তা থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল।
এছাড়া খননের সময় বেশ কিছু মুদ্রা ও চামড়ার জুতা পাওয়া গেছে। পাওয়া গেছে কাঠের সরঞ্জাম ও হাতিয়ার। রোমান আমলের একটি ঝুড়িও পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct