মালদা ১০ ডিসেম্বর : এলোপাথাড়ি গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে ৩ লক্ষ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলিবিদ্ধ ব্যবসায়ীর।ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।সোমবার রাত প্রায় আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার দুর্গাপুর এলাকায়। ছিন্তায়ে বাধা দিয়ে আহত হয়েছেন ব্যবসায়ীর দুই ছেলে।ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,মৃত ওই ব্যবসায়ীর নাম আব্দুল বাসির(৫৫)।ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা দুই ছেলে ফাইজুল হক ও মহেদুর হক। তাদের বাড়ি রতুয়ার বাহিরকাপ এলাকায়। দুর্গাপুর এলাকায় তাদের একটি হার্ডওয়ারের দোকান রয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানাগেছে,সোমবার রাত আটটা নাগাদ দোকান বন্ধ করে বাবা ও দুই ছেলে একটি মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন।দোকান থেকে সামান্য দূরে শুনশান এলাকায় একটি মোটর বাইক তাদের পথ আটকায় এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে।ব্যবসায়ী আব্দুল বাসির কাছে থাকা টাকার ব্যাগটি দুষ্কৃতীরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়ে যায়। ছেলে ফাইজুল হক বাধা দিলে তার মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে দুষ্কৃতরা। তারপরই ব্যবসায়ী আব্দুল বাসীরের মাথায় গুলি তার সঙ্গে থাকা ব্যাগ ও তিনটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসে তিনজনকেই রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।তবে ব্যবসায়ী আব্দুল বাসীরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
ঘটনা প্রসঙ্গে আহত ছেলে ফাইজুল হক জানান,একটি মোটর বাইকে তিনজন দুষ্কৃতী তাদের পথ আটকায়।দুষ্কৃতরা সকলেই হিন্দি ভাষায় কথা বলছিলেন।এলোপাথাড়ি গুলি করে বাবার কাছে থাকা তিন লক্ষ টাকা ভর্তি ব্যাগ ও তিনটি মোবাইল নিয়ে চম্পট দেয় তারা।
ছিনতাইয়ের এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া এলাকা জুড়ে।পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনা প্রসঙ্গে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ কুমার মিশ্র জানান খুব দুঃখজনক ঘটনা আমাদের এই এলাকায় এর আগেও দুবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে বন্ধন ব্যাংকের কেসিয়ারের কাছ থেকেও টাকা ছিনতাই হয়েছিল। আমরা পুলিশ প্রশাসনকে আবেদন জানাব দুষ্কৃতীদের যেন খুব শীঘ্রই গ্রেপ্তার করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct