স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের যাদের এটিএম আছে তারা আগের ম্যাগস্ট্রিপ বা ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড বদল না করলে এটিএম ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এসবিআইয়ের তরফে বলা হয়েছে, ম্যাগস্ট্রিপ বা ম্যাগনেটিক স্ট্রিপ বদলে নতুন ইএমভি (ইউরোপীয়, মাস্টার্ড কার্ড, ভিসাকার্ড) এটিএম কার্ড না নিলে গ্রাহকরা বিপত্তিতে পড়তে পারে। পুরনো এটিএম কার্ড বদলে নতুন কার্ড নেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে এসবিআই। তারা বলেছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন না জানালে এর পর তাদের এটিএম কার্ডের ভ্যালিডিটি তাকবে না। পুরনো এটিএম কার্ডটা একেবারেই অকেজো হয়ে যাবে। পলে, টাকা আর তুলতে পারবে না গ্রাহকরা। এসবিআই জানিয়েছে, নতুন কার্ডটি হবে চিপ ভিত্তিক ও পিন ভিত্তিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct