মালদা,৬ ডিসেম্বর : প্রায় ৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার চুরিঅনন্তপুর সীমান্ত এলাকায় টহলদারির সময় বিএসএফের নজরে পড়ে একটি প্যাকেট পড়ে রয়েছে রাস্তায়।ওই প্যাকেট থেকে উদ্ধার হয়েছে ৪ লক্ষ ২ হাজার টাকার ভারতীয় জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি ২০০০ ও ৫০০ টাকার নোট।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জালনোটের প্যাকেটটি বাংলাদেশের দিক থেকে ভারতের সীমান্তে ছুড়ে ফেলা হয়েছে।টহলদারির সময় সীমান্তের রাস্তায় প্যাকেটি পড়ে থাকতে দেখেন বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া নোট গুলির মধ্যে ১৭৬ টি রয়েছে ২০০০ টাকার নোট এবং ১০০টি রয়েছে ৫০০ টাকার নোট। উদ্ধার হওয়া নোটগুলি কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
যদিও এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিএসএফ জওয়ানরা।