নিজেদের মধ্যে ঝামেলার জেরে নিহত হলেন ভারতের আধাসামরিক বাহিনী ‘ইন্দো-তিব্বত বর্ডার’ এর ৬ জন জওয়ান। ঘটনাটি ঘটে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বাস্তার ডিভিশনের নারায়নপুর জেলায়।
ছত্তিশগড়ের ডিজিপি ডি.এ. অবস্তি জানান, নারায়নপুরের সেনা শিবিরে সকালে কয়েকজন সেনার মধ্যে বিবাদ হয়। এরপরই এক সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে পাঁচ সহকর্মীকে গুলি করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর ওই সেনা সদস্য নিজেও আত্মহত্যা করেন। এই ঘটনায় দু'জন সেনা সদস্য আহত হয়েছেন, তাদেরকে এয়ার লিফটারে করে রায়পুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আইটিবিপি সূত্রে জানা গেছে, আত্মঘাতী ওই সেনা সদস্যের নাম মাসুদুল রহমান। তার বাড়ি নদীয়া জেলায়। নিজেকে গুলি করে হত্যা করার আগে বাহিনীর হেড কনস্টেবল মাহেন্দ সিং (হিমাচল প্রদেশ), হেড কনস্টেবল দলজিৎ সিং (পাঞ্জাব), কনস্টেবল সুরজিত সরকার (পশ্চিমবঙ্গ), বিশ্বরূপ মাহাত (পশ্চিমবঙ্গ) এবং ব্রিজেশ (কেরালা)-নামে পাঁচ সহকর্মীকে হত্যা করে। আহত দু'জন হলেন এস.বি উল্লাস (কেরালা) এবং কনস্টেবল সীতারাম দুন (রাজস্থান)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct