বিশিষ্ট উর্দু কবি মির্জা গালিবের ২২০তম জন্মবার্ষিকী উপলক্ষে গুগল আজকের ডুডলে শ্রদ্ধা জানিয়েছে।মুঘল আমলের উর্দু ও ফার্সি কবি মির্জা আসাদুল্লা বেগ খান।যদিও তিনি মির্জা গালিব নামেই প্রসিদ্ধ। ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর আগ্রায় জন্মগ্রহণ করেন তিনি।এগারো বছর বয়স থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন।তার প্রথম ভাষা উর্দু হলেও বাড়িতে তুর্কি ও ফার্সি ভাষায় কথা বলতেন। মির্জা গালিব অবশ্য উর্দু গজলের জন্য বিখ্যাত। কিন্তু ফার্সিতে তাঁর ছিল বিশাল পাণ্ডিত্য।
মাত্র ১৩ বছর বয়সে বিয়ের পর তিনি দিল্লিতে থাকতেন।মুঘল আমলের এই মহান কবির কবিতা ও গজল শুধু উপমহাদেশ নয় বিশ্বের নানা দেশে সমাদর পায়।
১৮৫০ সালে মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের আমলে তাকে দাবির উল মুলক উপাধিতে ভূষিত করা হয়। ১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি দিল্লিতে দেহত্যাগ করেন। দিল্লির যে বাড়িতে তিনি থাকতেন তা গালিব কি হাভেলি নামে পরিচিত হয়ে ওঠে।পরে সেটাকে গালিব স্মরণে প্রদর্শনশালায় রূপান্তরিত করা হয়।