মালদা: রক্ত সঙ্কট মালদা ব্লাড ব্যাঙ্কে। প্রয়োজন মতো রক্ত না পেয়ে ঘুরে যেতে হচ্ছে রোগীর আত্মীয়দের। সমস্যায় পড়েছেন তাঁরা। পরে ডোনার নিয়ে এসে প্রয়োজনীয় রক্ত নিয়ে যেতে হচ্ছে। মঙ্গলবার মালদা মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কে দেখা গেল, বেশির ভাগ গ্রুপের রক্তই অমিল। মালদা থানার যাত্রাডাঙ্গার বাসিন্দা ইফতেকার আহমেদ এসেছিলেন বি পজিটিভ রক্তের জন্য। কিন্তু এক ইউনিটই রক্ত পড়ে রয়েছে ব্লাড ব্যাঙ্কে বলো জানায় ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শেষে তিনি ডোনার নিয়ে এসে ওই গ্রুপের রক্ত নিয়ে যান। তিনি বলেন, ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব। আজকে হয়ত কোনও রকমে চালিয়ে দিলাম, কিন্তু এরপরে রক্তের প্রয়োজন হলে কী করে দেব বুঝতে পারছি না। মালদা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সময় রক্ত সঙ্কট দেখা যায়া। আর কিছুদিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে। বিভিন্ন অনুষ্ঠান এর পর থেকে হবে। তখন রক্তদান শিবিরগুলি অনুষ্ঠিত হবে। সব ঠিক হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct